ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গাজীপুরে নিরাপত্তা কর্মীদের বেঁধে কারখানায় ডাকাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, নভেম্বর ২১, ২০১৮
গাজীপুরে নিরাপত্তা কর্মীদের বেঁধে কারখানায় ডাকাতি ইলেকট্রো পাওয়ার কোম্পানি লিমিটেড, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা এলাকায় দুই নিরাপত্তা কর্মীকে বেঁধে ইলেকট্রো পাওয়ার কোম্পানি লিমিটেডে ডাকাতি হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দিনগত রাতে ওই প্রতিষ্ঠানে ডাকাতি হয়। এসময় ডাকাতরা ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মালামাল লুট করে নেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আক্তারুজ্জামান খান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাতে কোরবান আলী ও শফিকুল ইসলাম নামে দুই নিরাপত্তা কর্মী কারখানায় দায়িত্ব পালন করছিলেন। রাত ২টার দিকে কারখানার পেছনের দেয়াল টপকে ১০ থেকে ১২ জন ডাকাত কারখানার ভেতরে প্রবেশ করেন। পরে নিরাপত্তা কর্মীদের বেঁধে কম্বল দিয়ে ঢেকে রাখেন তারা।

এ সময় কারখানার মূল ফটক খুলে ভেতরে ট্রাক নিয়ে বৈদ্যুতিক ক্যাবল, কপার ও কপার ওয়েস্টিজসহ বিভিন্ন ধরনের প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যান তারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
আরএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।