ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মোহনগঞ্জ লোকাল ট্রেন লাইনচ্যুত, দুই রুট বন্ধ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ময়মনসিংহে মোহনগঞ্জ লোকাল ট্রেন লাইনচ্যুত, দুই রুট বন্ধ 

ময়মনসিংহ: ময়মনসিংহের শম্ভুগঞ্জে মোহনগঞ্জ লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ময়মনসিংহ-নেত্রকোনা ও ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বুধবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

 

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম মাস্টার ফয়সাল কবির বাংলানিউজকে জানান, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর শম্ভুগঞ্জের হোম ও আউটার সিগন্যালের মাঝামাঝি জায়গায় পেছনের লাগেজ ভ্যানের (একটি বগি) চারটি চাকা লাইনচ্যুত হয়।  

তিনি জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন বিকেল সাড়ে ৪টা থেকে উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে। উদ্ধার প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।