ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রেম নিয়ে বিরোধ: সহপাঠীর হামলায় কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
প্রেম নিয়ে বিরোধ: সহপাঠীর হামলায় কলেজছাত্র নিহত

 ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে সরকারি নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিব হোসেনকে (১৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।  

নিহত রাকিব পৌরসভার নান্দিকাঠি এলাকার মাসুম হোসেনের ছেলে।

নলছিটি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত বিষয় নিয়ে রাবিকের সঙ্গে সহপাঠী নাফিউল, সিহাব ও রাহাতের বিরোধ চলছিল। এ নিয়ে গত ১৯ নভেম্বর কলেজ ক্যাম্পাসে রাকিবকে মারধর করা হয়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে উভয়কে ডেকে মীমাংসা করে দেয়। কিন্তু এতেও ক্ষ্যান্ত হয়নি নাফিউল ও তার সহযোগীরা।  

বুধবার সকালে তারা কলেজ ক্যাম্পাসে ক্রিকেট খেলছিলেন। এসময় রাকিব সেখানে গেলে নাফিউল ও তার সহযোগীরা ক্রিকেট খেলার স্ট্যাম্প ও ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে বরিশালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, শহরের হাসপাতাল সড়ক থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাওছার হোসেন সালমান নামে এক যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আটক কাওছার হোসেন হাসপাতাল সড়কের জাকির হোসেন সরদারের ছেলে  বলে জানা গেছে।

বাংলা‌দেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ন‌ভেম্বর ২১, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।