ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
পাথরঘাটায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ জব্দ করা হরিণের মাংস-চামরা। ছবি-বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা সংলগ্ন বলেশ্বর নদ থেকে দু’টি মাথা, দু’টি চামড়াসহ ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

 

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বলেশ্বর নদের রুহিতা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়। তবে,  কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে আগেই হরিণ শিকারিরা পালিয়ে যায়।

জহুরুল আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংস পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে। আর চামড়া দু’টি সংরক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।