ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

৭ কেজি স্বর্ণসহ চোরাচালান চক্রের ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
৭ কেজি স্বর্ণসহ চোরাচালান চক্রের ৪ সদস্য আটক

ঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-২।

আটককৃতরা হলেন- মো. লিটন হোসেন (৩০), মো. আমিনুর (২৩), মো. শাহ আলম (৩২) ও আয়শা বেগম (৪০)।

শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালানকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন আনুমানিক ৭ কেজি।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, তারা স্বর্ণের বারগুলো নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। সেখান থেকে স্বর্ণগুলো ভারতে পাচারের কথা ছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮/আপডেট: ১৯১৮ ঘণ্টা
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।