ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় রবিউল ইসলাম রুবেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার চাচাতো বোন মুন্নি আক্তার (২৫) ও রবিউলের ছেলে বায়েজিত (৬)। 

রোববার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল ওই উপজেলার শালবাহান ইউনিয়নের মহিগছ গ্রামের বারেক রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রুবেল মুন্নি ও বায়েজিতকে নিয়ে মোটরসাইকেলে করে শালবাহান যাচ্ছিলেন। পথে আজিজনগর বাইপাসে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড়গামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এ অবস্থায় তাদের উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মাইক্রোবাস রেখে চালক পালিয়ে যান।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কমলাকান্ত বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।