ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
নেত্রকোনায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনায় প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে একাধিক ছুরিকাঘাতে নির্মমভাবে স্ত্রী ঝুমা চৌহানকে হত্যা করেছেন ঝালমুড়ি বিক্রেতা স্বামী বীরবল চৌহান।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে শহরের নাগড়া এলাকার জেলা পরিষদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ঝুমা সদরের বাংলা ইউনিয়নের অজিত দাসের মেয়ে।

ঘাতক স্বামী বীরবল পৌর শহরের নাগড়া ঢাকাইয়া পট্টির এলাকার মৃত রাম সিংহর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পথচারীরা স্ত্রী হত্যাকারী বীরবলকে ধারালো অস্ত্রসহ আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদে বীরবল জানিয়েছেন— ‘তার স্ত্রী ঝুমা চৌহান অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলো। সে গত তিনমাস ধরে স্বামীর ঘর ছাড়া। অথচ এলাকায় থেকে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলো ঝুমা। ’

ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে তাৎক্ষণিক ছুটে যান- নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম আশরাফুল আলম ও মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল (সদর সার্কেল)।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জিপি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।