ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে স্প্রিট পানে ২ ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
নাটোরে স্প্রিট পানে ২ ব্যক্তির মৃত্যু

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অতিরিক্ত স্প্রিট (নেশা জাতীয় দ্রব্য) পানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় একজন রামেক হাসপাতাল অপরজন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

নিহত জিয়াউর রহমান (৫০) উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত সাজদার রহমানের ছেলে এবং খোকন খলিফা (৩৫) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার খোদাবক্সথাটি গ্রামের আব্দুল মজিদ খলিফার ছেলে।

বাগাতিপাড়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে খোকন স্প্রিট পান করে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যার কিছু সময় আগে তিনি মারা যান।  

অপরদিকে, জিয়াউর রহমানও অতিরিক্ত স্প্রিট পান করে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে স্প্রিট পানেই তাদের মৃত্যুর কারণ কি না তা নিশ্চিত হতে পারেননি। তবে এই ঘটনায় মালঞ্চি বাজার থেকে শরিফুল ইসলাম (৩৪) নামে এক হোমিও চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।