ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছয় শতাধিক নারী শিক্ষার্থীদের বাইসাইকেল র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
বগুড়ায় ছয় শতাধিক নারী শিক্ষার্থীদের বাইসাইকেল র‌্যালি বাইসাইকেল র‌্যালি, ছবি: আরিফ জাহান

বগুড়া: ‘নারীর কথা শুনবে, বিশ্ব-কমলা রঙে নতুন দৃশ্য এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলায় ছয় শতাধিক নারী শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বাইসাইকেল র‌্যালি। বগুড়া জেলা পুলিশ এই র‌্যালির আয়োজন করে।

আয়োজকদের দাবি, ছয় শতাধিক নারী শিক্ষার্থীদের নিয়ে হওয়া র‌্যালিটি ইতিহাস সৃষ্টি করলো। কেননা এর আগে স্বল্প পরিসরে হলেও বিশ্বের কোথাও নারীদের অংশগ্রহণে নারী নির্যাতন প্রতিরোধে এতো বড় র‌্যালি করা হয়নি। আস্থা প্রকল্প নামের একটি বেসরকারি সংস্থা র‌্যালিটি আয়োজনে সহযোগিতা করে। বাইসাইকেল র‌্যালি, ছবি: আরিফ জাহানবগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে এই র‌্যালিটি বের হয়। র‌্যালিটি চার কিলোমিটার দূরে জেলা পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

এর আগে সকালে কলেজমাঠে জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার এসপি আলী আশরাফ ভূঁইয়াসহ অন্যরা অনুষ্ঠানের উদ্বোধনী করছেন।  ছবি: আরিফ জাহানবগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহদাত আলম ঝুনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাজাহান আলী, আস্থা প্রকল্প’র বগুড়ার সমন্বয়ক মাসুদা ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী খায়রুন নাহার খুশি প্রমুখ।   

পরে র‌্যালিটি দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ লাইন্স মাঠে গিয়ে পৌঁছায়। সেখানে র‌্যালিতে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা নারী নির্যাতন প্রতিরোধে শপথ বাক্য পাঠ করেন। র‌্যালিতে বগুড়ার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশগ্রহণ করেন বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।