ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
আত্রাইয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলা থেকে ফারজানা খাতুন (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার পূর্ব দুর্গাপুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফারজানা আত্রাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের এরশাদ আলী মোল্লার স্ত্রী।

স্থানীয়রা জানায়, রাতে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখে ফারজানাকে ডাকাডাকি করতে থাকেন। পরে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখতে পান  ফারজানা ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
 
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।