ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
দীঘিনালায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ট্রাকচাপায় নজির আহম্মেদ (৫৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভৈরফা টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজির মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকার বাসিন্দা।


 
স্থানীয়রা জানায়, খাগড়াছড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক দীঘিনালা যাচ্ছিল। পথে ভৈরফা টিলা থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।