ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে জমি নিয়ে বিরোধে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
পার্বতীপুরে জমি নিয়ে বিরোধে নিহত ১

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহাদ আলী হুদ্দু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) রাতে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের চৌপথি বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আহাদ আলী হুদ্দু হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাশিকোপা গ্রামের মৃত বাবু শেখের ছেলে।

এ ঘটনার সঙ্গে জড়িত সানোয়ার, হাসিনুল, কালাম ও সবুজকে রাতেই গ্রেফতার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

জানা গেছে, পূর্ব ঢাকুলা কাপাশিকোপা গ্রামের মৃত আ. খালেক হাজী ৪০/৪৫ বছর আগে ওই গ্রামের তিন একর জমি ওয়াকফ করে দেয়। বছর দুয়েক আগে সানোয়ার, হাসিনুল গং ওই জমি দখল করে নিলে গ্রামবাসীর সঙ্গে তাদের বিরোধ শুরু হয়।

বৃহস্পতিবার রাতে সানোয়ার, হাসিনুল, কালাম, সবুজসহ ৫/৭ জন চৌপথি বাজার থেকে হুদ্দুকে ধরে পাশের জমিতে নিয়ে গিয়ে মারধর করে। পরে বাজারের লোকজন গিয়ে হুদ্দুকে উদ্ধার করে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।