ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে গরু চোর চক্রের হামলায় কৃষক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
সিলেটে গরু চোর চক্রের হামলায় কৃষক নিহত

সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট এলাকায় গরুচোর চক্রের হামলায় গিরেন্দ্র বিশ্বাস (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (১০ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের দ্বারিরপার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গিরেন্দ্র বিশ্বাস উপজেলার মৃত নিদিয়া বিশ্বাসের ছেলে।

নিহতের পারিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোররাতে গরুচোর চক্রের ৮/১০ জন সদস্য গিরেন্দ্র বিশ্বাসের বাড়িতে ঢোকে। এ সময় টর্চলাইটের আলোয় চোর চক্রের সদস্য কয়েস আহমদসহ কয়েকজনকে চিনতে পারেন গিরেন্দ্র বিশ্বাস। চোরদের প্রতিরোধে এগিয়ে গেলে চোরেরা হাতের টর্চলাইট কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন গিরেন্দ্র বিশ্বাস।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।