ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় নাশকতা মামলার ১১ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
নেত্রকোনায় নাশকতা মামলার ১১ আসামি গ্রেফতার

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের  গ্রেফতার করা হয়।  

পুলিশের দাবি নাশকতা মামলা ছাড়াও তাদের প্রত্যেকের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- শরীফ আহমেদ খান, শান্ত মিয়া, শাহ্জালাল মিয়া, দিনার লস্কর, নিজাম উদ্দিন, সোহাগ মিয়া, আব্দুল মোতালিব, ইসলাম উদ্দিন, বাবুল মিয়া, শাহিন আলম সাকি ও বাবুল ডাক্তার। গ্রেফতারকৃত আসামিরা জেলার পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।