ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে সাঈদীপুত্রকে প্রত্যাখান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
নাজিরপুরে সাঈদীপুত্রকে প্রত্যাখান  সাঈদীর ছেলে শামিম সাঈদীকে প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনীত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমরণ কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামিম সাঈদীকে প্রত্যাখান করে নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

মঙ্গলবার (১১ ডি‌সেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ড ও প্রজন্ম-৭১ ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বি‌ক্ষোভ মি‌ছিল‌টি নাজিরপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।

 

এসময় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার প্রমুখ।  

প্রতিবাদ সভায় বক্তারা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনীত শামিম সাঈদীকে প্রত্যাখান করে আগামী নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।