ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলপুরে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ফুলপুরে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার 

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৭ ঘণ্টা পর রুবেল মিয়া (১৫) ও আজিজুল হক (১৬) নামে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। 

বুধবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, সকাল ১১টার দিকে ওই দুই কিশোর স্থানীয় কংশ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের লিডার সারোয়ারের নেতৃত্বে ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার প্রক্রিয়া শুরু করে। পরে রাত ৯টার দিকে তারা দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮ 
এমএএএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।