ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদকসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
বরিশালে মাদকসহ আটক ৪ আটকেরা

বরিশাল: বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ ডিসেম্বর) রাতে নগরের রুপাতলি ও গির্জা মহল্লা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

এর মধ্যে ডিবির উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামান তার সঙ্গীয় টিমসহ নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মো. সোহাগ সিকদার (৩২), মো. আল-মামুন মৃধা (২৫) ও মো. মিজান হাওলাদারকে (২২) আটক করেন।

এসময় তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে ডিবির এসআই দেলোয়ার নগরের গির্জা মহল্লা এলাকার লাকি গার্মেন্টস নামে পোশাকের দোকানে অভিযান চালিয়ে এর মালিক খালিদ হাসান হিরুকে (৩৫) ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করেন।

উভয় ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।