ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় প্রাণ গেল নারীর

ময়মনসিংহ: ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারানো বালু ভর্তি একটি ড্রাম ট্রাকচাপায় খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত ট্রাক চালককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেছে।  
    
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার স্থানীয় আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল সরকার বাংলানিউজকে জানান, দুপুরে ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী একটি ট্রাক আলালপুর এলাকায় এলে পাতা কুড়ানো ওই নারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।