ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগমারায় তালিকাভুক্ত জেএমবি সদস্য গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
বাগমারায় তালিকাভুক্ত জেএমবি সদস্য গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে শ্রীপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, জেএমবির তালিকায় ১১২ নম্বরে আকরামের নাম রয়েছে।  

ওসি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আকরাম জেএমবির সঙ্গে জড়িত। জেএমবির তালিকায় তার নাম রয়েছে। এছাড়াও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা হত্যাচেষ্টা মামলারও আসামি তিনি।  

তবে ওই মামলায় তিনি জামিনে রয়েছেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।