ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
নাগরপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. তাজিম মিয়া (৪০)নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল-আরিচা মহসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাজিম মিয়া উপজেলার ডাংঙ্গা ধলাপাড়া গ্রামের রইজ উদ্দিনের ছেলে।

তিনি ঘাটাইল সেনা নিবাসে কর্মরত।  

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বাংলানিউজকে বলেন, বিকেলে তাজিম মিয়া নাগরপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। টাঙ্গাইল-আরিচা মহাসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন পৌঁছালে মাটি ভর্তি একটি ট্রাক্টর তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে বিকেলে সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।