ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় বাসচাপায় রিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
ফতুল্লায় বাসচাপায় রিকশা চালক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসচাপায় রিকশা চালক মোজাম্মেল হক (৪০) নামে রিকশার চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোজাম্মেল হক তল্লা এলাকার বাসিন্দা।

তার বাবার নাম জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী বাংলানিউজকে জানান, একটি রিকশা লিংক রোডের উল্টোপথে চাষাঢ়ার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে সাইনবোর্ডগামী একটি বাসের সঙ্গে রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক মোজাম্মেল হক মারা যান।

এ ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে ভাঙচুর করে। এসময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসম্বের ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।