ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাসচাপায় দুই সহোদর নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
ফেনীতে বাসচাপায় দুই সহোদর নিহত 

ফেনী: ফেনীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর ছনুয়া এলাকার নুর নবী ও তার ভাই নুর মোহাম্মদ মুন্সী।

এর মধ্যে মুন্সী ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুল আউয়াল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেলটি উল্টোপথে চলে এলে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নবী নিহত হন। গুরুতর আহত মুন্সীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।