ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ৬ কি. মি. যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ৬ কি. মি. যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে যানজট। ছবি:বাংলানিউজ

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ছয় কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। 

শনিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে মহাসড়কের দড়িবাউশিয়া থেকে মেঘনাসেতু পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। বেলা ১২টা পর্যন্ত যানজট কমেনি।

 

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, গেলো কয়েকদিন ধরেই এ রুটে অতিরিক্ত যানবাহনের চাপে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যাওয়া এবং অত্যধিক গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজট দেখা দিয়েছে।  

সকাল থেকেই ঢাকামুখী যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যানজট নিরসেন হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।