ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বাবুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার এলাকায় বাসচাপায় সৈকত গোমেজ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সৈকত বরিশালের আগৈলঝাড়া উপজেলার দানিয়েল গোমেজের ছেলে।

প্রতক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে রাজশাহীগামী পদ্মা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সৈকতকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সৈকতের মৃত্যু হয়।  

অপরদিকে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দু বিশ্বাস বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক বাসটিকেও উদ্ধার করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।