ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ব্রিজ এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সৈকত, পাঠানকান্দি গ্রামের আবুবাক্কার মিয়ার ছেলে মিলন ও ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে শুভ।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন সৈকত, মিলন ও শুভ। দুপুর পৌনে ১টার দিকে রশিদাবাদ ব্রিজ এলাকায় এলে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস মোটরসাইকেটিকে চাপা দেয়। এতে সৈকত ও মিলন ঘটনাস্থলেই মারা যান। এসময় গুরুতর আহত হন শুভ। এ অবস্থায় শুভকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।