ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ক্যান্সারের কাছে হেরে গেলেন এসিএফ রাজেশ চাকমা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, ডিসেম্বর ২০, ২০১৮
ক্যান্সারের কাছে হেরে গেলেন এসিএফ রাজেশ চাকমা

মৌলভীবাজার: দুরারোগ্য ব্লাড ক্যান্সারে মৃত্যুর কাছে অবশেষে হার মানলেন সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রাজেশ চাকমা। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

সিলেট বন বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার মরদেহ রাঙামাটি সদর উপজেলায় নিয়ে যাওয়া হয়।

সেখানেই শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
২৩ বছর ধরে বন বিভাগে চাকরি করেন রাজেশ চাকমা। এর আগে তিনি মৌলভীবাজার বন বিভাগের সহকারী বন সংরক্ষক পদে কর্মরত ছিলেন।
 
সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আরএসএম মুনিরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রায় এক বছর ধরে তিনি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এবং শ্রীমঙ্গল বন বিভাগের অফিসে থাকা অবস্থায়ই তার এই রোগটি ধরা পড়ে।   
 
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
বিবিবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।