ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কচুয়ায় বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
কচুয়ায় বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় বাসচাপায় মো. মোদাচ্ছের হোসেন ( ৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি দৈবজ্ঞহাটি বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা। 

শনিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের  ফথেপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বাংলানিউজকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফথেপুর বাজারের তিনটি চায়ের দোকানকে চাপা দেয়।

এসময় বাসচাপায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন।  

এ ঘটনায় স্থানীয়রা বাসটি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ  সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।