ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবলা-সালাহউদ্দিনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
বাবলা-সালাহউদ্দিনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শ্যামপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানী ঢাকার শ্যামপুরে মহাজোট প্রার্থী আবু হোসেন বাবলা ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল সাগে ১১টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নির্বাচনী প্রচারণার জন্যে কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন।

এর কিছুক্ষণ পরই মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলার কর্মী-সমর্থকেরাও একটি মিছিল বের করে।  

মিছিলটি এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নিলে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাতবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর জোনের সহকারী কমিশনার (এসি) ফয়সাল মাহমুদ বাংলানিউজকে জানান, মিছিলটি শুরুর সময়ই নিরাপত্তার স্বার্থে আমরা ধানের শীষের লোকজনকে বাধা দিই। কিন্তু তারা আমাদের কথা শুনেননি। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

এ সময় ঘটনাস্থলে থাকা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রচারণা করতে গিয়েছিলাম। কিন্তু বিনা উসকানিতে এবং পুলিশের ইঙ্গিতে লাঙল প্রতীকের লোকেরা আমাদের ওপর হামলা করে।

এতে বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ডিএইচবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।