ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ব্যানার ঠিক করতে গিয়ে রেজাউল ফরাজী (৩০) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পৌর এলাকার টিঅ্যান্ডটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার নলগোড়া এলাকার সিরাজ ফরাজীর ছেলে।

পেশায় তিনি একজন রং মিস্ত্রি ছিলেন।

জানা যায়, শিবচর বাজারের টিঅ্যান্ডটি মোড়ে একটি ব্যানার টানানো ছিল। ব্যানারটি ঠিক  করতে একটি মার্কেটের ছাদে উঠে সিরাজ ফরাজী। এসময় ছাদের ওপর দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, রং মিস্ত্রী রেজাউলকে মার্কেটের ছাদে উঠে একটি ব্যানারের রশি ধরে টানাটানি করতে ছিল। হঠাৎ করেই বিদ্যুতের আগুন জ্বলে উঠলে ছাদের ওপর পরে যায় রেজাউল। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাজাহান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।