ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে নারীসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে নারীসহ আটক ২ গুজব ছড়ানোর দায়ে আটকেরা

ঢাকা: জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুক ও অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। 

আটকেরা হলেন- মুক্তা চৌধুরী ওরফে মনি চৌধুরী ওরফে উষা মুক্তা উষা (৪০) ও মোফাছ্ছেল হোসেন (২৪)।
 
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক।


 
তিনি জানান, আটকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে আসছিল। এছাড়া, গুজব ছড়ানোর মাধ্যমে নির্বাচন কমিশন, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ সম্পর্কে জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ ছড়ানোর চেষ্টা করছিল। তারা জাতির জনক বঙ্গবন্ধুসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার কন্ঠের মতো করে উস্কানিমূলক তথ্য সন্নিবেশ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে।
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুজব ছড়িয়ে নাশকতার মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তারা এসব অপপ্রচার করছিল।  

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সাইফুল মালিক।
 
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।