ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্বাচনে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি চান সংবাদকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
নির্বাচনে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি চান সংবাদকর্মীরা মানববন্ধন, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: ভোটের খবর সংগ্রহে মোটরসাইকেল ব্যবহারের অনুমতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলায় প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, একুশে টেলিভিশন’র আতাউর রহমান বিপ্লব, প্রথম আলোর সফি খান, ইনডিপেন্টেন্ড’র প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, এনটিভি’র হাসিবুর রহমান হাসিব, একাত্তর টেলিভিশনের রাজু মোস্তাফিজ, নিউজ টোয়েন্টিফোরের হুমায়ুন কবির সূর্য্য, যমুনা টিভি’র নাজমুল হোসেন প্রমুখ।

মানববন্ধনে মফস্বল এলাকার সাংবাদিকদের মোটরসাইকেল চালানোর অনুমতির জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।