ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় আজিজুল ইসলাম (৫২) নামে এক কৃষক মারা গেছেন।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আজিজুল ইসলামের বাড়ি নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের শাহাপাড়া গ্রামে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আজিজুল খড় ভর্তি ট্রলি নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় আন্তঃনগর রূপসা ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, আজিজুল ট্রলির শব্দের কারণে ট্রেন আসার শব্দ টের পাননি।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টির সতত্যা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।