ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জানুয়ারি ৩, ২০১৯
ঝিনাইদহে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রামের চাচাতো ভাই তরিকুল হত্যা মামলার প্রধান আসামি বাধনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়। বাধন মথুরাপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মথুরাপুর গ্রামে চাচাতো ভাই তরিকুলের সঙ্গে বাইসাইকেল নিয়ে বাধনের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে বাধন তরিকুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মা রাজীয়া বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।