ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাজোটের বিজয়ে স্বাগত জানালো পাকিস্তান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
মহাজোটের বিজয়ে স্বাগত জানালো পাকিস্তান পাকিস্তানের পতাকা

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয়ে স্বাগত জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনে বিজয়ী জোটকে স্বাগত জানায় দেশটি। 

বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহম্মদ ফয়সাল বলেন, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি নতুন সরকারের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হবে।

 

‌‌১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে  বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই,' যোগ করেন তিনি।  

পাকিস্তানের উইওন টিভির সাংবাদিক আনাস মল্লিকের এক প্রশ্নের উত্তরে ড. মুহম্মদ ফয়সল এসব কথা বলেন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
টিআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।