ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গ্রেফতার ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
মেহেরপুরে গ্রেফতার ১২

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের নিয়মিত অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (৪ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

এরমধ্যে গাংনী থানা পুলিশ ৭ জন, মুজিবনগর থানা পুলিশ ৩ জন ও সদর থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

অভিযানে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার, মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম ও সদর থানার ওসি রবিউল ইসলামসহ পুলিশের একাধিক টিম অংশ নেয়।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।