ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মতিঝিলে স্বামীর হাতে স্ত্রী খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
মতিঝিলে স্বামীর হাতে স্ত্রী খুন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মতিঝিলের আরামবাগে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে শরিফা বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।ঘটনার পর থেকে ঘাতক স্বামী রিকশাচালক নয়ন পলাতক রয়েছেন।

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে মতিঝিল থানা পুলিশ খবর পেয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ময়মনসিংহের কোতোয়ালি থানার বাউনিয়া গ্রামের জুলহাসের মেয়ে শরিফা। দুই সন্তানের জননী শরিফা স্বামীর সঙ্গে আরামবাগের ১২৪/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। অন্যের বাসায় গৃহপরিচারিকারর কাজ করতেন তিনি।

মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে আরামবাগের ওই বাসার ছয়তলার রুমের ভেতর খাটের উপর শোয়া অবস্থায় শরিফার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। বুধবার (২ জানুয়ারি) স্বামী-স্ত্রী ওই বাসায় ভাড়া উঠেন। বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী নয়ন দুপুরের যেকোনো সময় রুমের ভেতর স্ত্রী শরিফার গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

তিনি জানান, ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।