ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস’র কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩২, জানুয়ারি ৫, ২০১৯
বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস’র কর্মী নিহত

রাঙামাটি: রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে বসু চাকমা (৪৫) নামে এক জেএসএস (সংস্কার) কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাবু পাড়া এলাকায় মিসেস জ্যোতি চাকমার ভাড়া বাড়িতে জেএসএস’র (সংস্কার) কর্মী বসু তার দলবল নিয়ে আড্ডা দিচ্ছিলেন।

এসময় একদল দুর্বৃত্ত ওই বাড়িতে এসে হামলা চালিয়ে বসুকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় এক নালা বন্ধুক, একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, নয়টি গুলির খোসা এবং একটি লাঠি জব্দ করা হয়েছে। তবে এ ব্যাপারে জেএসএস’র (সংস্কার) কেউ এখনো মুখ খোলেনি।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ঘটনার সত্যতা শিকার করে বাংলানিউজকে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। মরদেহটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।