ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহবাগে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
শাহবাগে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর শাহবাগ মৎস্যভবন সংলগ্ন রাস্তায় কার্গো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক তাজুল ইসলাম (৪৪) মারা গেছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা হানিফ (৪৩) আহত হন।

শুক্রবার (৪ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মূমূর্ষ অবস্থায় তাজুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আহত হানিফ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক মো. নান্নু মিয়া জানান, তাজুল ও হানিফ হাসপাতাল থেকে ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে মহাখালী কোয়ার্টারের বাসায় ফেরার পথে মৎস্যভবনে তাদের চালিত মোটরসাইকেলকে একটি কার্গো গাড়ি ধাক্কা দেয়। এতে দু’জন আহত হলে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢামেকে নেয়। তাজুলকে মৃত ঘোষণা করলেও হানিফ আশঙ্কামুক্ত।  

শাহবাগ থানার ওসি-তদন্ত আরিফুর রহমান সরদার বলেন, মারুফ কার্গো সার্ভিস নামে একটি কার্গো গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। এতে একজনের মৃত্যু হয়। কার্গো গাড়িটি রেকারের মাধ্যমে আইল্যান্ড থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে। তবে কাউকে আটক করা যায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।