ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বাদ, স্থানীয় সরকারে তাজুল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, জানুয়ারি ৬, ২০১৯
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বাদ, স্থানীয় সরকারে তাজুল

ঢাকা: নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের। তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান থেকে সরিয়ে এই দুই দফতরের প্রথমটিতে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. তাজুল ইসলামকে। অপরটিতে কোনো পূর্ণ মন্ত্রী রাখা হয়নি।

রোববার (৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করে এ তথ্য জানান।

তার ঘোষণা অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন স্বপন ভট্টাচার্য।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান আহমেদকে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসকে/এমআইএচ/এসএম/জিসিজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।