ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুচিকিৎসা চান অসুস্থ চা শ্রমিক মিরা বাকতি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
সুচিকিৎসা চান অসুস্থ চা শ্রমিক মিরা বাকতি মিরা বাকতি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): দু’হাত ভরে এক সময় দু’টি পাতা একটি কুঁড়ির মুঠো মুঠো সবুজ পাতা তুললেও আজ তিনি স্থবির। উঠানের রোদে বসে তীব্র যন্ত্রণায় শুধুই কাঁদে চলেছেন তিনি।

বেগমখান চা বাগানের ওই স্থায়ী শ্রমিকের নাম মিরা বাকতি (৪০)। মুখের বামদিকে টিউমারে আক্রান্ত হয়ে এখন বাড়িতে পড়ে আছেন।

অসম্পূর্ণ চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। বাগানের স্থায়ী শ্রমিক হওয়ার পরও বাগান থেকে সুচিকিৎসা ও কোনো ধরনের বড় সাহায্য পাননি।

রোববার (৬ জানুয়ারি) দুপুরে চুনারুঘাটের বেগমখান চা বাগানের শ্রমিক লাইনে গিয়ে দেখা মিরা বাকতি কালো চাদরে মুখ ঢেকে তীব্র যন্ত্রণায় ছটফট করছেন।

মিরার স্বামী পবিত্র বাকতি বলেন, গত আষাঢ়মাসে তার গালে একটি বিষফোঁড়া হয়েছিল। তারপর গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে চা বাগানের হাসপাতাল থেকে ওষুধ খাওয়ায়। না কমার ফলে তাদের কথা মতো স্থানীয় ক্যামেলিয়া হাসাপাতালে যাই। সেখানে দু’দিন রেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু অনেক ধারদেনা থাকায় ওষুধ ক্রয় করতে পারছি না।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।