ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

শালিখায় ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৪, জানুয়ারি ৭, ২০১৯
শালিখায় ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার দরিখাটোর গ্রামে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি ১৪ বছর বয়সী সাকিব মোল্লা নামে এক কিশোরের বিরুদ্ধে।

সোমবার (৭ জানুয়ারি) সকালে নির্যাতিত ওই শিশুকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় প্রতিবেশি বাবু মোল্লার ছেলে সাকিব মোল্লা পাশের খড়ের গাদায় নিয়ে ধর্ষণ করেন।

এ সময় শিশুটির চিৎকারে সাকিব পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক শামসুন্নাহার লাইজু বাংলানিউজকে বলেন, শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ধর্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।