ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে যুবকের ব্লেডের আঘাতে তরুণীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
রাজধানীতে যুবকের ব্লেডের আঘাতে তরুণীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশাল এলাকায় এক যুবকের ব্লেডের আঘাতে রানী (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে দিকে বংশাল রোডের ওয়ালটন গলিতে এ ঘটনা ঘটে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান বাংলানিউজকে জানান, বংশাল এলাকায় এক যুবকের ব্লেডের আঘাতে রানী নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

ওই যুবকের নাম সোহাগ। সোহাগ ও রানী বন্ধু ছিলো, দুইজনই মাদকসেবন করতো। তারা গুলিস্তান জিপিওর আশেপাশের ফুটপাতেই থাকতো।

তিনি আরও জানান, কিছুদিন আগে সোহাগকে বাদ দিয়ে রানী আরেক মাদকসেবীর সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু সোমবার ভোরে রানী ও সোহাগ গুলিস্তান থেকে হেটে বংশাল রোড এলাকায় যায়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে  সোহাগ ক্ষিপ্ত হয়ে কাছে থাকা ব্লেড দিয়ে রানী গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই রানীর মৃত্যু হয়।

এ ঘটনার পর গুলিস্তান ফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সোহাগ জেল-হাজতে আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।