ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৬) এক নারী নিহত হয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল মাড়াইকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই নারী।

এসময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।