ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পৃথক ডাকাতির ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
নওগাঁয় পৃথক ডাকাতির ঘটনায় নিহত ১ ঘটনাস্থলে পুলিশ। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর রানীনগরে দু’কৃষকের বাড়িতে পৃথক দু’টি ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাতের ছুরিকাঘাতে মোফাজ্জল হোসেন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ( ৮ জানুয়ারি ) ভোরের দিকে ঘটনাটি ঘটে। নিহত মোফাজ্জল হোসেন ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভোরে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের আমগ্রামে মুজিবুর রহমান আকন্দের বাড়িতে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করে বাধা দিলে ডাকাতদলের সদস্যরা তাদের এলোপাথারি ভাবে ছুরিকাঘাত করে। এসময় পাশের বাড়ি থেকে মুজিবুর রহমানের ভাগিনা ছুটে গেলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মোফাজ্জলের মৃত্যু হয়। আহত হয়েছেন বাড়ির কর্তা মুজিবুরসহ আরও ৫ জন। পরে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।

 

এদিকে একই উপজেলার সিলমাদার গ্রামের বাসিন্দা ময়নুলের বারিতেও লুটের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় বাংলানিউজকে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরই মধ্য ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮/আপডেট: ১৩০১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।