ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাখির বাসা ভাঙায় স্কুলছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
পাখির বাসা ভাঙায় স্কুলছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যালয় ভবনের ছাদে চড়ুই পাখির বাসা ভাঙার অভিযোগে মো. মোস্তফা (১০) নামে এক স্কুলছাত্রের হাত ভেঙে দিয়ে প্রতিবেশি মো.ছগির জোমাদ্দার।

শনিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম বড় টেংরা এনএফ নাসিমা ফেরদৌসী কিন্ডার গার্টেনে এ ঘটনা ঘটে। মোস্তফা পশ্চিম বড় টেংরা গ্রামের আ. খালেকের ছেলে।

সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী বাংলানিউজকে জানান, বিদ্যালয়ের ছাদ দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন থাকায় মোস্তফা ও নাসিরকে পরিস্কার করার জন্য বলা হয়। ছাদ পরিস্কার করার সময় ছাদে থাকা চড়ুই পাখির বাসা আংশিক ভেঙে গেলে প্রতিবেশি নুরুল ইসলাম জোমাদ্দারের ছেলে মো. ছগির জোমাদ্দার এসে প্রথমে মোস্তফা ও নাসিরকে বকা দেয়। পরে ছগির জোমাদ্দার লাঠি দিয়ে পিটিয়ে মোস্তফার বাম হাত ভেঙে দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত ছগির জোমাদ্দার বাংলানিউজকে বলেন, আমি বাসা ভাঙতে বাধা দিয়েছি মাত্র, মারধর করিনি। তবে শুনেছি মোস্তফা ছাদ থেকে পড়ে গেছে।  

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার সৈকত বাংলানিউজকে জানান, শিশুটির বাম হাতের কনুইর কাছে হাড় ভাঙা দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।