ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহী জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মোহাম্মদ আলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
রাজশাহী জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মোহাম্মদ আলী চেয়ারম্যান মোহাম্মদ আলীকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক নিঘাত পারভীন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। 

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক নিঘাত পারভীন।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব উপস্থিত ছিলেন।

 

চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, রেড ক্রিসেন্টের কার্যক্রমে গতি আনতে তারা একসঙ্গে কাজ করবেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্টের রাজশাহী জেলা ও সিটি ইউনিটের কর্মকর্তা বাকী বিল্লাহ, জেলা ইউনিটের সহ-সভাপতি তপন কুমার সেন, সদস্য নকিবুল ইসলাম নবাব, আতিয়ার রহমান মনা, সাইদুর রহমান শান্তি, মনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।