ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ ঘটনায় গ্রেফতার ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ ঘটনায় গ্রেফতার ২ গ্রেফতারকৃতরা

সাভার (ঢাকা): সাভারে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ জানুয়ারি) সকালে সাভারের কাউন্দিয়া এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন- রায়হান ও আলামিন ওরফে জয়।

এর আগে শুক্রবার দিবাগত রাতে আমিনবাজার এলাকার কাউন্দিয়ায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে শনিবার সকালে ভিকটিম সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কাউন্দিয়া এলাকার রায়হান ও আলামিনসহ ৩ বখাটে যুবক মুদি দোকানদার আরিফুল ইসলাম ও তার স্ত্রীকে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এসময় তারা আরিফুল ইসলামকে বেঁধে রেখে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ও পরে ভয়ভিতী দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ওই নারী
সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কাউন্দিয়া এলাকা থেকে অভিযুক্ত রায়হান ও আলামিনকে গ্রেফতার করে।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত বাকি আসামিকে ধরতে চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।