ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা সেন্টারের কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা সেন্টারের কার্যক্রম শুরু

সাতক্ষীরা: সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (১৩ জানুয়ারি) সকাল থেকে সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে আনুষ্ঠানিকতা ছাড়াই এই কার্যক্রম শুরু হয়।  

সাতক্ষীরাস্থ ইন্ডিয়ান ভিসা সেন্টারের ইনচার্জ মৃণাল কান্তি ঘোষ বাংলানিউজকে জানান, এ অঞ্চলের মানুষকে সহজে ভিসা সংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরায় ভিসা সেন্টার স্থাপন করেছে ইন্ডিয়ান হাই কমিশন।

বর্তমানে তিনটি ডেস্কের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রথম দিনেই ভিসা আবেদনকারীদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে।  

তিনি আরও বলেন, এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে না, তবে পরে করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।