ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মিলবে ভারতীয় ভিসা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় মিলবে ভারতীয় ভিসা 

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ কমাতে বিভিন্ন জেলায় ভিসা আবেদন কেন্দ্র খুলছে ভারতীয় হাইকমিশন। এরই অংশ হিসেবে এবার পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় খোলা হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। 

শনিবার (১২ জানুয়ারি) থেকে জেলা শহরের খৈয়াশার এলাকায় একটি ভাড়া বাসায় নতুন এই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।  

রোববার (১৩ জানুয়ারি) থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওই কেন্দ্রে ভিসা প্রত্যাশীদের আবেদন জমা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 

প্রতি সপ্তাহের রোব থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেওয়া হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। আবেদন জমা দেওয়ার সাত কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া থেকেই মিলবে ভারতীয় ভিসা।  

তবে এ বিষয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।