ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুমব্রু সীমান্তে স্থাপনা নির্মাণ নিয়ে বিজিপিকে চিঠি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
তুমব্রু সীমান্তে স্থাপনা নির্মাণ নিয়ে বিজিপিকে চিঠি ফাইল ফটো

বান্দরবান: তুমব্রু সীমান্তে তুমব্রু বাজারের কাছে নো-ম্যান্স ল্যান্ডের তুমব্রু খালের ওপর পাকা স্থাপনা নির্মাণ করছে মিয়ানমার। এ নিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে এ চিঠি দেওয়া হয়।  

বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান বাংলানিউজকে জানান, তুমব্রু খালের ওপর মিয়ানমার কাঁটাতারের বেড়া সংস্কার করছে।

খালের ওপর আগে কাঠের খুঁটি ছিল, সেটি পানিতে নষ্ট হয়ে যাওয়ায় সেখানে আরসিসি পিলার নির্মাণ করা হচ্ছে। এটি কোনো সেতু বা বাঁধ নয়। তবে নো-ম্যান্স ল্যান্ডে কেন তারা এটি নির্মাণ করছে তা জানতে চেয়ে সোমবার বিজিপিকে চিঠি দিয়েছে বিজিবি। বর্তমানে সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে সীমান্তে সন্ত্রাসী তৎপরতা বন্ধে বান্দরবান-মিয়ানমার সীমান্তের রুমা ও থানচিতে যৌথ অভিযান শুরু করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী।

এদিকে নো-ম্যান্স ল্যান্ডের তুমব্রু সীমান্তে মিয়ানমার আবারো সেনা টহল বাড়িয়েছে বলে জানিয়েছেন সেখানকার রোহিঙ্গারা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।